thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

‘সরকারই হরতালের কারণ’

২০১৩ নভেম্বর ০৬ ১৯:২৩:৩৯
‘সরকারই হরতালের কারণ’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক: ‘সরকারই হরতালের কারণ’ বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা বন্ধ হয়ে গেলে অগণতান্তিক দরজা খুলে যায় বলেও মন্তব্য করেন তিনি।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বুধবার দুপুরে এ মন্তব্য করেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, ‘আগে মনে হতো বিরোধী দলই হরতাল দিয়েছে, এখন সরকারই হরতালের কারণ বলে মনে হচ্ছে।’

তিনি বলেন, ‘একটি দেশে গণতান্ত্রিক ব্যবস্থা থাকতে হলে সহনশীলতা থাকতে হবে। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা বন্ধ হয়ে গেলে অগণতান্তিক দরজা খুলে যায়।’

হরতাল প্রত্যাহার বা সমর্থন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হরতাল প্রত্যাহার বা সমর্থন দিতে আমি এখানে আসিনি। আমি এসেছি ১৫ নভেম্বর টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে ‘ভোট ডাকাতি প্রতিরোধ ও নির্দলীয় সরকার’ দাবিতে আয়োজিত সমাবেশে দাওয়াতপত্র পৌঁছে দিতে। মঙ্গলবার বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকেও দাওয়াতপত্র বাসায় পৌঁছে দিয়েছি।’

বঙ্গবীর বলেন, ‘বিরোধী দলের এখন কিছুই করার নেই। সরকারকে বুঝতে হবে, মানুষ যেমন মরণশীল ঠিক তেমনি বর্তমান সরকারকেও চলে যেতে হবে।’

কাদের সিদ্দিকী বলেন, ‘রাজনীতিতে দলমত আছে যেমন, তেমনি কখনো কখনো একমতও হতে হয়। ইয়াহিয়া-এরশাদ টিকে থাকতে পারেননি। বর্তমান সরকারও টিকবে না।’

তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকার নিয়ে বর্তমানে যে সঙ্কট তার সমাধান নির্দলীয় সরকার ছাড়া সম্ভব নয়। প্রধানমন্ত্রী যদি এ মুহূর্তে পদত্যাগ করেন তাহলে দেশের ১২ আনা মানুষের মুখে হাসি ফুটবে। যা আগে কখনো দেখিনি।’

কাদের সিদ্দিকী বলেন, ‘১৯৯৯ সালের ১৫ নভেম্বর উপ-নির্বাচনে আওয়ামী লীগ ভোট ডাকাতি করেছিল।কিন্তু বিষয়টি তেমন আলোচনায় আনতে পারেনি বিরোধী দল বিএনপি। অথচ বিএনপি ক্ষমতায় থাকাকালে মাগুরা উপ-নির্বাচনকে বিতর্কিত হিসেবে অনেক বেশি প্রচারণা করেছিল আওয়ামী লীগ।’

(দিরিপোর্ট২৪/এমএইচ/এনডিএস/এমএআর/নভেম্বর ০৬ ,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর