thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মে 24, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৩ জিলকদ  1445

‘উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৫৯.১৯ শতাংশ’

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১২:৪৮:২৫
‘উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ৫৯.১৯ শতাংশ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে গড়ে ৫৯.১৯ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে ‘ইলেকশন ওয়ার্কিং গ্রুপ।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে শনিবার সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের পরিচালক মো. আব্দুল আলিম।

তিনি বলেন, ‘ইলেকশন ওয়ার্কিং গ্রুপ উপজেলা নির্বাচনে সাত বিভাগ থেকে বাছাইকৃত ২৫টি উপজেলায় ২০৩৫ জন পর্যবেক্ষকের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে।’

সংবাদ সম্মেলনে সংগঠনের পরিচালক বলেন, ‘এ নির্বাচনে ৬৩টি জালভোট দেওয়ার চেষ্টা এবং ৩৮ জায়গায় ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই ও ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হয়েছে। ৪০টি কেন্দ্রে দেখা গেছে ভোটগ্রহণ কর্মকর্তা বা নিরাপত্তাবাহিনী কোনো না কোনোভাবে প্রার্থীর পক্ষে কাজ করেছেন। ২০টি কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে।’

এবারের নির্বাচনে সংখ্যালঘু ও আদিবাসী ভোটারদের ভয় দেখানোর কোনো ঘটনা ঘটেনি বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

আব্দুল আলিম বলেন, ‘ভোট গণনার সময় ২৯টি কেন্দ্রে সহিংসতা ঘটেছে। বিভিন্ন স্থানে ২৭টি ব্যালট বাক্সে নিরাপত্তা সিল যথাযথভাবে লাগানো ছিল না।’

একই সঙ্গে মানিকগঞ্জের সিঙ্গাইর ও সাটুরিয়া এবং বরিশালের গৌরনদী উপজেলায় ইলেকশন ওয়ার্কিং গ্রুপের চারজন পর্যবেক্ষককে ভোটকেন্দ্রে প্রবেশে বাধা ও হয়রানি করা হয়েছে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য হারুন উর রশিদ, রোকসানা খন্দকার, এএইচ এম নোমান উপস্থিত ছিলেন।

দ্য রিপোর্ট/এসএ/একে/শাহ/ফেব্রুয়ারি ২২, ২০১৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর