thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

শিক্ষা কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৪:৪২:২২
শিক্ষা কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান

দ্য রিপোর্ট প্রতিবেদক : উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাদের শিক্ষার গুণগত মান নিশ্চিতের লক্ষ্যে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। একই সঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

রাজধানীর এলজিইডি ভবন অডিটোরিয়ামে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় শনিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বাংলাদেশ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সমিতির আয়োজনে এ মতবিনিময় সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তারা যোগ দেন।

মন্ত্রী আরও বলেন, ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের জন্য দেশে-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে গুণগত শিক্ষা বাস্তবায়নে দায়িত্ব পালন করে ও পরামর্শ দিয়ে আমাদের সাহায্য করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আখতার হোসেন বলেন, ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তারা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। আমরা আশা করি, ভবিষ্যতেও আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। আমরা মূলত দেশের চার লাখ শিক্ষকদের নিয়ে কাজ করি। আমার বিশ্বাস আপনারা শিক্ষকদের সঙ্গে ভালো আচরণ করবেন, তাদের শ্রদ্ধা করবেন। মূলত শিক্ষকরাই শিক্ষা দেওয়ার গুরু দায়িত্ব পালন করে থাকেন।’

বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ বলেন, ‘পাঠ্যসূচি এমনভাবে সাজাতে হবে যাতে শিক্ষার্থীদের মানসিক দক্ষতা বৃদ্ধি পায়। তারা যেন বিভিন্ন পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে। শিক্ষার গুণগত মান অবশ্যই বৃদ্ধি করতে হবে, তবে তার আগে সকলের জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে।’

বাংলাদেশ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সমিতির সভাপতি মো. শহীদ উল্লাহ বলেন, ‘আমরা অবশ্যই আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করব। সে ক্ষেত্রে আমাদের দাবিও আপনারা বিবেচনা করবেন।’

মতবিনিময় সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বিভিন্ন দাবি ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন বাংলাদেশ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক কামরুর হাসান।

সভায় প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে বক্তব্য রাখেন।

(দ্য রিপোর্ট/এসআর/এমডি/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর