thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

যাত্রাবাড়ীতে সিএনজির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৪:৫৬:০৪
যাত্রাবাড়ীতে সিএনজির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সিএনজির ধাক্কায় গুরুতর আহত ব্যবসায়ী মো. মাইন উদ্দিনের (৫০) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দেড়টার দিকে তার মৃত্যু হয়।

মাইন উদ্দিন যাত্রাবাড়ীর ধলপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত রহিম উদ্দিন। তিনি ধলপুর এলাকায় গ্রিলের ব্যবসা করতেন।

মাইন উদ্দিনের ছোট ভাই দাইন উদ্দিন জানান, যাত্রাবাড়ীর গোমতী ফিলিং স্টেশনের সামনে শনিবার সাড়ে ১১টার দিকে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক রেজওয়ানুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, মাইন উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতাল ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/ইইউ/এমডি/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর