thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

বিডিআর ট্র্যাজেডির দিনকে সেনা দিবস ঘোষণার দাবি

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৫:১২:২৬
বিডিআর ট্র্যাজেডির দিনকে সেনা দিবস ঘোষণার দাবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিডিআর ট্র্যাজেডির দিনটিকে সেনা দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী পার্টি (ন্যাপ)।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার দুপুরে এক মানববন্ধনে নেতৃবৃন্দ এ দাবি জানান।

ন্যাপ’র চেয়ারম্যান জেবেল রহমান গণি বলেন, বিডিআর ট্র্যাজেডি আমাদের দেশের এক কলঙ্কিত অধ্যায়। এ জন্য ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস পালন করা উচিত।

এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান তিনি।

মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, ওইদিন বিডিআর সদর দফতরে সেনা কর্মকর্তা হত্যার মাধ্যমে যে ক্ষতি হয়েছে তা পূরণ করতে ২০ থেকে ২৫ বছর লেগে যাবে।

বিডিআর ট্র্যাজেডির নেপথ্যের নায়কদের বাদ দিয়ে যে বিচার তা বিচারের নামে প্রহসন বলে মন্তব্য করেছেন এম গোলাম মোস্তফা ভূইয়া।

ন্যাপ’র চেয়ারম্যান জেবেল রহমান গণির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, এনডিপি’র চেয়ারম্যান খন্দকার গোলাম মোস্তফা, ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, প্রেসিডিয়াম সদস্য গোলাম সরোয়ার খান, যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/এএইচ/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর