thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারি পরিপত্র বাস্তবায়ন দাবি

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৫:২০:৫০
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারি পরিপত্র বাস্তবায়ন দাবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারি পরিপত্র বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নেতৃবৃন্দ।

জাতীয় প্রেস ক্লাবের হলরুমে শনিবার এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ দাবি জানান। সাগর ও নদীতে জলদস্যু দমন, ভিজিএফ’র দুর্নীতি বন্ধ, খাদ্য সহায়তা চালু, মা মাছ রক্ষায় জেলেদের খাদ্য সহায়তা প্রদান ও প্রকৃত মৎসজীবীদের জলমহাল দেওয়ার দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার বলেন, বাংলাদেশের মৎস্যজীবী সম্প্রদায় নানা প্রতিকূলতা, জলদস্যু, মহাজন, স্থানীয় প্রভাবশালীদের অত্যাচারের শিকার হন। এ বিষয়ে উন্নয়ন প্রকল্পগুলো আমলাতান্ত্রিক জটিলতা ও প্রভাবশালীদের কারণে জেলেরা সুফল পাচ্ছে না।

তিনি আরও বলেন, এ সব বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় পরিপত্র জারি করলেও তার বাস্তবায়ন হয়নি। ফলে এ সেক্টরের পেশাজীবীদের এখন দুরবস্থা। এ অবস্থা চলতে থাকলে এ পেশার সঙ্গে জড়িত প্রায় ত্রিশ লাখ মানুষ বেকার হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে সমিতির সহ-সভাপতি আমির হোসেন, প্রচার সম্পাদক আলী আহমদ গাজী, চন্দ্র বরমন প্রমুখ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/এএইচ/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর