thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

হজযাত্রীর ব্যাংক গ্যারান্টি ২৫০ রিয়াল

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৬:০৯:৩৫
হজযাত্রীর ব্যাংক গ্যারান্টি ২৫০ রিয়াল

দ্য রিপোর্ট প্রতিবেদক : এ বছর হজযাত্রীদের ব্যাংক গ্যারান্টি হিসেবে জনপ্রতি ২৫০ রিয়াল জমা দিতে হবে। গত বছর এর পরিমাণ ছিল ৫০ রিয়াল।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শনিবার দুপুরে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এ সব কথা বলেন। ২০১৪ সালে বেসরকারি ব্যবস্থাপনায় হজের প্রস্তুতি তুলে ধরার লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার বলেন, ‘এ বছর হজযাত্রীদের ব্যাংক গ্যারান্টি হিসেবে ২৫০ রিয়াল জনপ্রতি জমা দিতে হবে। যা গত বছর ছিল মাত্র ৫০ রিয়াল। এ নিয়ম সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য। হজযাত্রীগণ খাওয়ার জন্য নির্দিষ্ট ক্যাটারিং সার্ভিস কোম্পানির মাধ্যমে চুক্তিবদ্ধ হতে হবে। ইচ্ছা করলেই কোনো এজেন্ট তার হাজীকে নিজে রান্না করে খাওয়াতে পারবেন না।’

চলতি বছর হজের নিয়মাবলী ও বাংলাদেশ সরকারের সঙ্গে সৌদি আরবের হজ চুক্তি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘চুক্তি অনুযায়ী চলতি বছর এক লাখ এক হাজার বাংলাদেশি হজ পালন করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার জন। নতুনভাবে সৌদি সরকার সম্পূর্ণ ইলেক্ট্রনিক ওয়েব পোর্টাল সেবাদান পদ্ধতি চালু করেছে। এই পদ্ধতিতে বাড়ি ভাড়াসহ সৌদি আরবের কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে করা সম্ভব। এর ফলে হজযাত্রী কোন হোটেলে থাকবেন এবং কী কী সুবিধা পাবেন? তা বাংলাদেশ থেকেই জানতে পারবেন।’

এ ছাড়া নতুন সংযোজিত বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘হজযাত্রীদের বাড়ি ভাড়া, খাওয়ার টাকাসহ সব খরচ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাতে হবে। এ ছাড়া অন্যান্য নিয়ম আগের মতই আছে।’

এ সময় হজে যেতে ইচ্ছুকদের সরকার অনুমোদিত হজ এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আহ্বান জানান উপস্থিত বক্তারা।

দালাল, ফড়িয়া অথবা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে চুক্তিবদ্ধ ও লেনদেন সম্পূর্ণ বেআইনি এবং এক্ষেত্রে প্রতারিত হওয়ার সুযোগ রয়েছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হাবের মহাসচিব শেখ আবদুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি আবদুল কবির খান, সহ-সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, যুগ্ম-মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার, জনসংযোগ সচিব সায়েম মোহাম্মদ হাসান প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসআর/এসকে/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর