thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

‘মানুষের কাছে পুলিশের দায়বদ্ধতা সবচেয়ে বেশি’

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৭:৫১:৪৮
‘মানুষের কাছে পুলিশের দায়বদ্ধতা সবচেয়ে বেশি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, ‘বাংলাদেশের মানুষের কাছে পুলিশের দায়বদ্ধতা সবচেয়ে বেশি। আর এ ভেবেই পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে।’

রাজধানীর মিরপুরে অবস্থিত পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) মাঠে শনিবার বিকেল ৩টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৪-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পুলিশের সব কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে হাসান মাহমুদ বলেন, ‘আমি আপনাদের নিয়ে গর্ব বোধ করি। আমি চাইব, আপনার গর্বের সে জায়গা ধরে রাখবেন।’

রাজনৈতিক সহিংসতায় ১৬ পুলিশ সদস্য শহীদ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘এ শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

ডিএমপি কমিশনার বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিভিন্ন জোনের ডিসি, এসি, ওসিরা।

(দ্য রিপোর্ট/এনইউডি/এনডিএস/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর