thereport24.com
ঢাকা, সোমবার, ১৪ জুলাই 25, ৩০ আষাঢ় ১৪৩২,  ১৮ মহররম 1447

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৮:১৪:৩৮

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। মৃত নারীর বয়স আনুমানিক ৪০ বছর। তার পরনে ছিল পাতা রঙের প্রিন্টের সালোয়ার-কামিজ এবং কালো বোরখা।

কমলাপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান- শনিবার সকাল ৮টার দিকে খিলক্ষেত রেললাইনের ৩০০ গজ উত্তরে রেললাইন পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী পারাবত এক্সপ্রেসে তার ডান পা কাটা পড়ে। আহত অবস্থায় তিনি প্রায় আধাঘণ্টা পড়ে ছিলেন। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী ট্রেন ধূমকেতু এক্সপ্রেসে তার হাত ও মাথা কাটা পড়ে। পরে পুলিশ খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসে।

(দ্য রিপোর্ট/এসআর/এপি/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর