thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৮:৫০:২২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর আব্দুল্লাহপুর কোটবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে আমিনুল ইসলাম (২৬) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়। শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

কমলাপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান- নিহত আমিনুল দক্ষিণ খান এলাকায় থাকত। রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসে। সে বনানীর সাউথ এশিয়া বিশ্বদ্যিালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাবার নাম আবদুল কাদের শেখ। গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার কাঠিলামারি।

(দ্য রিপোর্ট/এসআর/এপি/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর