thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে 24, ২৬ বৈশাখ ১৪৩১,  ১ জিলকদ  1445

বিএফডিসির মূল ফটক রাজকীয় করতে তথ্যমন্ত্রীর আশ্বাস

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৮:৪৪:২০
বিএফডিসির মূল ফটক রাজকীয় করতে তথ্যমন্ত্রীর আশ্বাস

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলতি বছরের মধ্যে বিএফডিসির মূল ফটক রাজকীয়ভাবে নির্মাণ করার আশ্বাস দিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার সকাল সাড়ে ১১টায় বিএফডিসির ঝরনা শুটিং স্পটে ‘কার্তুজ’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নায়করাজ রাজ্জাক নিবেদিত এবং বাপ্পারাজ পরিচালিত ‘কার্তুজ’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে তিনি বলেন, ‘এফডিসিতে ঢুকলেই ভৌতিক পরিবেশ, ভেতরে যে এত কলাকুশলীরা কাজ করে এটা আসলে বোঝা যায় না। এই ভৌতিক পরিবেশকে ২০১৪ সালের মধ্যে পাল্টে ফেলার অঙ্গীকার করছি।’

তিনি আরও বলেন, ‘মার্চের মধ্যে মূল ফটক দেখার মত করতে চাই। এটাকে আরও কালারফুল ও রাজকীয় করার আশ্বাস দিচ্ছি। যাতে করে যে কেউ বাইরে থেকে দেখে বুঝতে পারে এটা এফডিসি।’

তথ্যমন্ত্রী চলতি বছরের মধ্যে বিএফডিসির পুরো পরিবেশ নির্মাণবান্ধব করার আশ্বাস দেন।

কার্তুজ চলচ্চিত্রে অভিনয় করবেন নায়করাজ রাজ্জাক, সম্রাট, ফারজানা রিক্তা, সোহান খান, নিপুণ, মিজু আহমেদসহ আরও অনেকে। শনিবার থেকেই জেডএইচ মিন্টুর চিত্রগ্রহণে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়।

(দ্য রিপোর্ট/আইএফ/এপি/সা/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর