thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

কোয়ার্টার ফাইনালে নটর ডেম কলেজ ও গোপালগঞ্জ জেলা হাইস্কুল

২০১৪ ফেব্রুয়ারি ২২ ১৯:৫০:২৫
কোয়ার্টার ফাইনালে নটর ডেম কলেজ ও গোপালগঞ্জ জেলা হাইস্কুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে ঢাকার নটর ডেম কলেজ ও মাধ্যমিক পর্যায়ে গোপালগঞ্জ জেলা হাইস্কুল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে।

রাজধানীর নটর ডেম কলেজে শনিবার সকাল ১০টা থেকে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মাধ্যমিক পর্যায়ে ঢাকার ওয়াইডব্লিউসিএ স্কুলকে বিতর্কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে গোপালগঞ্জ জেলা হাইস্কুল। তাদের বিতর্কের বিষয় ‘দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দুর্নীতি অন্যতম অন্তরায়।, আর উচ্চ মাধ্যমিক পর্যায়ে শরিয়তপুর সরকারি কলেজকে হারিয়ে জয়লাভ করেছে ঢাকার নটর ডেম কলেজ। তাদের বিতর্কের বিষয় ‘দুর্নীতিমুক্ত মনোভাব তৈরির ক্ষেত্রে পরিবারের ভূমিকাই মুখ্য।’

দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবদুল্লাহ আল জাহিদের উপস্থাপনায় বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক এমরানুল হক।

ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), ঢাকা জেলা শিক্ষা অফিসার, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষকসহ পাঁচজন এ বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন।

(দ্য রিপোর্ট/এইচবিএস/জেএম/এনআই/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর