thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

২০১৭ মার্চ ১৩ ১৬:১৬:২১
চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের হালিশহরে রবিবার (১২ মার্চ) রাতে বন্ধুর ছুরিকাঘাতে মাসুদ মিয়া (৩২) নামে এক যুবক খুন হয়েছেন। নিহত মাসুদের বাড়ি সন্দ্বীপ ইউনিয়নের মুছাপুরে। নগরীর হালিশহর আবাসিক এলাকার বি-ব্লকের দুই নম্বর সড়কে তিন নম্বর বাসায় তার বন্ধু হোসেন ও তিনি থাকতেন।

রাতেই তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সোমবার (১৩ মার্চ) ভোরে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, পূর্ববিরোধের জের ধরে মাসুদের বন্ধু হোসেন ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ‘কী কারণে তাকে হত্যা করা হলো তা এখনো জানতে পারিনি। তবে ঘাতক হোসেনকে ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।’

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, গভীর রাতে সাগর ও আবুল কাশেম নামে দুজন রক্তাক্ত অবস্থায় মাসুদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে ভোরের দিকে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/একেএ/এপি/মার্চ ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর