thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মে 24, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৩ জিলকদ  1445

দ্বিতীয় পর্বে ১১৭ উপজেলায় ভোট বৃহস্পতিবার

২০১৪ ফেব্রুয়ারি ২২ ২০:৩৪:০৪
দ্বিতীয় পর্বে ১১৭ উপজেলায় ভোট বৃহস্পতিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় দফায় ১১৭ উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ হবে বৃহস্পতিবার। এ দিন সংশ্লিষ্ট উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সারাদেশে ৪৮৭ উপজেলায় পর্যায়ক্রমে ছয় দফায় এই নির্বাচন শেষ করা হবে।

দ্বিতীয় দফায় ১১৭ উপজেলায় চেয়ারম্যান পদে ৭৩৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৫৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫১ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।

ফলে এ সব উপজেলায় সর্বশেষ চেয়ারম্যান পদে ৫২১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫২৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

যে সব উপজেলা পরিষদগুলোয় নির্বাচন হবে সেগুলো হলো- পঞ্চগড় জেলার তেতুলিয়া। ঠাকুরগাও জেলার বালিয়াডাংগি ও রাণীশংকাইল। দিনাজপুর জেলার ঘোড়াঘাট, চিরিরিরবন্দর, বিরামপুর ও বীরগঞ্জ। নীলফামারী জেলার কিশোরগঞ্জ। লালমনিরহাট জেলার পাটগ্রাম, সদও ও হাতীবান্দা। রংপুর জেলার বদরগঞ্জ। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী, রাজারহাট ও রাজিবপুর। গাইবান্ধা জেলার পলাশবাড়ী। জয়পুরহাট জেলার ক্ষেতলাল, কালাই ও সদর। বগুড়া জেলার কাহালু, শিবগঞ্জ, আদমদিঘী ও শাজাহানপুর। চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর।

নওগা জেলার আত্রাই, নিয়ামতপুর, পত্নীতলা, বদলগাছী, সদর ও সাপাহার। রাজশাহী জেলার বাঘা। নাটোর জেলার বাগাতিপাড়া, গুরুদাসপুর, লালপুর ও সদর। সিরাজগঞ্জ জেলার তাড়াশ। পাবনা জেলার চাটমোহর ও ভাংগূড়া। মেহেরপুর জেলার গাংনী ও মুজিবনগ কুষ্টিয়া জেলার কুমারখালী, খোকসা, ও মিরপুর। যশোর জেলার চৌগাছা, ঝিকরগাছা, বাঘারপাড়া ও শার্শা। মাগুরা জেলার মোহাম্মদপুর ও শালিখা। বাগেরহাট জেলার কচুয়া ও ফকিরহাট। খুলনা জেলার ডুমুরিয়া। সাতক্ষীরা জেলার শ্যামনগর।

ভোলা জেলার চরফ্যাশন ও বোরহানউদ্দিন। বরিশাল জেলার সদর। পিরোজপুর জেলার কাউখালী ও নাজিরপুর। টাঙ্গাইল জেলার সখিপুর। জামালপুর জেলার ইসলামপুর, বকশিগঞ্জ ও মেলান্দহ। শেরপুর জেলার ঝিনাইগাতি। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ, ভালুকা ও সদর। নেত্রকোণা জেলার কলমাকান্দা, খালিয়াজুরী, পূর্বধলা ও বারহাট্টা।

মানিকগঞ্জ জেলার সদর ও হরিরামপুর। মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর ও সদর। ঢাকা জেলার কেরানীগঞ্জ ও সাভার। নরসিংদি জেলার শিবপুর। ফরিদপুর জেলার নগরকান্দা, বোয়ালমারী ও সালথা। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া ও সদর। মাদারীপুর জেলার রাজৈর ও শিবচর।

সুনামগঞ্জ জেলার দিরাই ও সদর। সিলেট জেলার বালাগঞ্জ। হবিগঞ্জ জেলার চুনারুঘাট। ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল। কুমিল্লা জেলার দেবীদ্বার, মনোহরগঞ্জ ও লাকসাম। চাদপুর জেলার ফরিদগঞ্জ, মতলব (উ:), মতলব (দ:) ও সদর। ফেনী জেলার হাইমচর, পরশূরাম ও সদর। নোয়াখালী জেলার কবিরহাট, কোম্পানীগঞ্জ, চাটখিল, সদও ও সোনাইমুড়ী।

চট্টগ্রাম জেলার পটিয়া ও লোহাগড়া। কক্সবাজার জেলার মহেশখালী, চকরিয়া ও পেকুয়া। খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি। রাঙ্গামাটি জেলার কাপ্তাই ও ননিয়ারচর। বান্দরবান জেলার থানচি, রুমা, রোয়াংছড়ি ও লামা।

এ নির্বাচনে সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট কর্মকর্তা আশফাকুর রহমান দ্য রিপোর্টকে শনিবার বলেন, কাল (রবিবার) থেকে সংশ্লিষ্ট উপজেলায় ব্যালট পেপারসহ অন্যান্য মালামাল পাঠানো হবে। সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, এ সব নির্বাচনী এলাকায় ১১ ফেব্রুয়ারি থেকে ১১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ শুরু করেছে।

৫২ জেলার ১১৭ উপজেলায় ১১৭ জন আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন। তারা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ১৮ দিন কাজ করবেন। নির্বাচনের ২ দিন আগে থেকে আরও ৩৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন নির্বাচনের দিনসহ নির্বাচনের পরের দিন পর্যন্ত। এ সব ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দায়িত্ব পালন করবেন।

তাছাড়া সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১১৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

(দ্য রিপোর্ট/এমএস/জেএম/আরকে/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর