thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

বরিশালে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

২০১৭ মার্চ ১৬ ১৮:২২:৪৮
বরিশালে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

বরিশাল অফিস : বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক মরিয়ম বেগম চমচমকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও আনাদায়ে আরও ৬ মাস দণ্ডের আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় প্রদান করেন। মরিয়ম বেগম চমচম ঝিনাইদহ জেলার মির্জাপুরের কাচখোলা এলাকার মো. ইকবাল হোসেনের স্ত্রী।

আদালতের পাবলিক প্রসিকিউটর লস্তর নূরুল হক মামলার নথির বরাত দিয়ে বলেন, ২০১৩ সালের ২৯ আগস্ট বরিশাল নগরীর শেরে বাংলা সড়ক থেকে ৫২ বোতল ফেন্সিডিলসহ মরিয়মকে আটক করেন র‌্যাব। ওই দিনই বিমানবন্দর থানার এসআই সরদার ইব্রাহিম বাদি হয়ে মামলা দায়ের করেন। একই বছরের ২৭ সেপ্টেম্বর মরিয়মকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। বিচারক ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন।

(দ্য রিপোর্ট/এমএইচএ/মার্চ ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর