thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

‘স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র শক্তিশালী সম্ভব নয়’

২০১৪ ফেব্রুয়ারি ২২ ২১:৪৭:০২
‘স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র শক্তিশালী সম্ভব নয়’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, ‘শক্তিশালী এবং স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র শক্তিশালী করা সম্ভব নয়। আর বাংলাদেশের গণমাধ্যম যতেষ্ট শক্তিশালী।’

সেগুনবাগিচায় শনিবার রাত সাড়ে ৮টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ‘আরিফ-বিভাস স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

বেনজীর আহমেদ বলেন, ‘সাংবাদিক-পুলিশের মধ্যে পেশাগত ঐক্য বিদ্যমান। পুলিশের কাছ থেকে সাংবাদিকরা যেমন তথ্য পান, তেমনি সংবাদ মাধ্যমেও পুলিশ অনেক তথ্য পেয়ে থাকে।’

তিনি এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করে বলেন, ‘শিগগিরই ডিএমপি এবং ক্র্যাবের মধ্যকার একটি টুর্নামেন্ট আয়োজন করা হবে।’

এ সময় ক্র্যাবের সভাপতি আক্তারুজ্জামান লাবলু, সাধারণ সম্পাদক আবু সালেহ আকন্দ, সাবেক সভাপতি ফখরুল আলম কাঞ্চন, সিনিয়র সদস্য আবদুল গাফফার মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির বহুমুখী সমবায় সমিতির সভাপতি মাহমুদুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মোস্তফা চৌধুরী, কার্য নির্বাহী সম্পাদকরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এএইচএ/এনডিএস/এএল/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর