thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের ৪৯তম কোর্সের উদ্বোধন

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ০৪:১৯:২৮
বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের ৪৯তম কোর্সের উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি : চাহিদা মেটাতে উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। তাই চায়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। এই প্রতিপাদ্য সামনে রেখে শনিবার বিকেলে শ্রীমঙ্গলস্থ চা গবেষণা কেন্দ্রে ৪৯তম বার্ষিক টি কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আব্দুস সালাম খান।

বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মাইন উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা সংসদের চেয়ারম্যান সাফওয়ান চৌধুরী ও চা বোর্ডের পরিচালক হারুন-অর-রশিদ সরকার।

কোর্সে ৬০ জন অংশগ্রহণকারী ম্যানেজার ছাড়াও বিভিন্ন চা বাগানের আরও প্রায় অর্ধশত সিনিয়র প্লান্টারস উপস্থিত ছিলেন। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ কোর্স চলবে।

(দ্য রিপোর্ট/টিএফ/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর