thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

সাগর-রুনি হত্যা মামলা

আদালতে র‍্যাবের অগ্রগতি প্রতিবেদন দাখিল

২০১৭ মার্চ ২১ ২২:০৫:০৬
আদালতে র‍্যাবের অগ্রগতি প্রতিবেদন দাখিল

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিয়েছে র‍্যাব। মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাবের এএসপি মহিউদ্দিন মঙ্গলবার (২১ মার্চ) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে এ প্রতিবেদন জমা দিয়েছেন।

এ মামলার তদন্ত প্রতিবেদন ২১ মার্চের মধ্যে জমা দেওয়ার জন্য গত মাসে (ফেব্রুয়ারি) র‍্যাবকে নির্দেশ দিয়েছিলেন আদালত। সেই নির্দেশনার প্রেক্ষিতেই মঙ্গলবার আদালতে মামলার তদন্তে অগ্রগতির প্রতিবেদন জমা দিয়েছে র‌্যাব। আদালত আগামী ২ মে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন।

র‍্যাবের এএসপি মহিউদ্দিন জানিয়েছেন, সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের মাধ্যমে যেসব তথ্য পাওয়া গেছে, তা প্রতিবেদন আকারে আদালতে জমা দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, পাঁচ বছরে ৪৭ বার সময় নিয়েও আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি র‍্যাব। এ নিয়ে নিহত সাগর-রুনির সহকর্মী এবং পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ ও বেদনা দিন দিন বাড়ছেই।

যুক্তরাষ্ট্রে পাঠানো আলামত পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে মামলার রহস্য উদঘাটিত হবে বলে এর আগে র‍্যাবের কর্মকর্তারা জানিয়েছিলেন। জানা গেছে, এখন সেসব প্রতিবেদন র‍্যাবের হাতে। কিন্তু সেখান থেকে পাওয়া দুজন অজ্ঞাত পুরুষের ডিএনএ বহনকারী ব্যক্তি এখনো শনাক্ত হয়নি। এ ঘটনায় গ্রেফতার মোট আটজনের মধ্যে ছয়জন এখনো কারাগারে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাড়িতে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। সে সময় সাগর মাছরাঙা টিভিতে বার্তা সম্পাদক হিসেবে এবং তার স্ত্রী রুনি এটিএন বাংলায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। হত্যাকাণ্ডের সময় বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ। এ হত্যাকাণ্ডে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনাস্থলে গিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পুলিশকে তদন্ত শেষ করার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। তবে পাঁচ বছর পার সেই হত্যাকাণ্ডের রহস্য আজও উদঘাটিত হয়নি।

(দ্য রিপোর্ট/কেআই/জেডটি/এনআই/মার্চ ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর