thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৭ মার্চ ২২ ১৪:১১:১৪
মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের মীরসরাইয়ে এক ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়ার পশ্চিম পোলমোগরা এলাকায় বুধবার (২২ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ট্রাক চালক রফিক ঢালী (২৬) ও সহকারী কেশবপুরের বিষয়খালী এলাকার মিজানুর রহমানের ছেলে শিমুল মিয়া (২৪)।

মীরসরাই পুলিশসুত্রে জানাযায়, দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকামুখী একটি ট্রাক (যশোর ট-১১০৪) মহাসড়কের পশ্চিম পোলমোগরা এলাকায় দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় ঢাকামুখী অপর একটি ট্রাক (ঢাকা মেট্টো উ ১১-৩৮৭৫) দাঁড়ানো ট্রাকটির পেছন দিক দিয়ে ধাক্কা দিলে ওই ট্রাকের চালক রফিক ঢালী (২৬) ও কেশবপুরের বিষয়খালী এলাকার মিজানুর রহমানের ছেলে শিমুল মিয়া (২৪) ঘটনাস্থলে নিহত হন।

চালকের বিস্তারিত পরিচয় জানা যায়নি। নিহত ট্রাকচালক ও সহকারী এবং দুর্ঘটনা কবলিত ট্রাকগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে।

এদিকে সকালে নগরীর শাহ আমানত সেতু এলাকায় রাস্তা পার হতে গিয়ে দীপ্ত টেলিভিশনের চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার লতিফা আনসারী রুনার বড়বোন ও স্কুল শিক্ষিকা শাকেরা বেগম নিহত হয়েছেন।

(দ্য রিপোর্ট/একেএ/এআরই/মার্চ ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর