thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ চূড়ান্ত পর্বের খেলা শুরু

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১০:৫৫:২৩
বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ চূড়ান্ত পর্বের খেলা শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয়ভাবে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলার উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে বরিবার সকালে এ দুটি টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আখতার হোসেন ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষসহ মন্ত্রণালয় ও অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন এবং আজকের শিশুদের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সম্পর্কে সম্যক ধারণা প্রদান করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১০ সালে বঙ্গবন্ধু ও ২০১১ সালে বঙ্গমাতা টুর্নামেন্ট আয়োজন করে আসছে।’

ক্লাসের বাইরে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজন আছে বলেও মন্তব্য করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চূড়ান্ত পর্বের খেলা শুরু হয়।

জাতীয় পর্যায়ের এ খেলা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ২ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুটি টুর্নামেন্টেরই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এসআর/এমডি/শাহ/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর