thereport24.com
ঢাকা, শুক্রবার, ৪ জুলাই 25, ১৯ আষাঢ় ১৪৩২,  ৮ মহররম 1447

চট্টগ্রামে বাসা ভাড়া নিতে এসে যুবক খুন

২০১৭ মার্চ ২৩ ০৯:৪৯:৪৯
চট্টগ্রামে বাসা ভাড়া নিতে এসে যুবক খুন

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে বাসা ভাড়া নিতে এসে এক যুবককে (২৫) খুন করে পালিয়ে গেছে তার সহযোগীরা। বুধবার রাতে মহানগরীর বায়েজিদ থানার পশ্চিম শহীদনগর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ বুধবার রাত ২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যার দিকে প্রবাসী আবু সৈয়দের বাড়িতে এক নারীসহ ৩ জন পুরুষ বাসা ভাড়া নিতে যায়। তারাবাসাটি ঘুরে দেখার কথা বলে মালিকের পরিবারের সদস্যদের কাছ থেকে চাবি নিয়ে নেয়। কিন্তু কয়েক ঘণ্টা পার হলেও চাবি ফেরত বা তারা ফিরে না আসায় বাড়ির লোকজনের সন্দেহ হয়। তখন তারা গিয়ে দেখে বাসার কক্ষের একটি ফ্লোরে এক যুবকের রক্তাক্ত লাশ পড়ে আছে। বাসা ভাড়া নিতে আসা বাকিরাও নেই। এরপর তারা পুলিশকে বিষয়টি জানায়।

ওসি মহসিন জানান, নিহত যুবকের পরনে কালো জিন্স প্যান্ট, গায়ে নেভি ব্লু ফুলশার্ট ছিল। ধারণা করা হচ্ছে, তাকে মোটা রশি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যু্বকের নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। ঘটনাস্থল থেকে নিহত যুবকের জুতা পুলিশ আলামতহিসেবে সংগ্রহ করেছে।

এ হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশ বাড়িটির মালিক প্রবাসী আবু সৈয়দের স্বজনদের জিজ্ঞাসাবাদ করছে।

(দ্য রিপোর্ট/এম/এনআই/মার্চ ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর