thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

‘সরকারের আগেই হাবের ব্রিফিং ঠিক হয়নি’

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৫:৫৫:০৯
‘সরকারের আগেই হাবের ব্রিফিং ঠিক হয়নি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : হজ চুক্তির বিষয়ে সরকারের আগেই প্রেস ব্রিফিং ও ভুল তথ্য দেওয়া হাবের (হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী মো. মতিউর রহমান।

সচিবালয়ে রবিবার ধর্ম মন্ত্রণালয়ের সভা কক্ষে সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন মন্ত্রী।

চলতি বছর সৌদি আরবের সঙ্গে সরকারের হজ চুক্তির বিভিন্ন দিক তুলে ধরে শনিবার প্রেস ব্রিফিং করে হাব। তারা হজ যাত্রীপ্রতি ব্যাংক গ্যারান্টি ২৫০ রিয়াল বলেও ভুল তথ্য দেয়।

১৪ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরব সফর করে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। এবার হজ নিয়ে বিভিন্ন চুক্তির জন্য সফরকারী এ দলে ধর্মমন্ত্রী নেতৃত্ব দেন।

হজ চুক্তির বিষয়ে সরকারের আগেই বেসরকারি সংগঠনের প্রেস ব্রিফিং ও সেখানে ভুল তথ্য দেওয়া। এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এটা করা উচিৎ নয়। এটা তারা করতে পারে না। তাদের ঠিক হয়নি। আমরা শনিবার দেশে এসেছি। তাদের এ বিষয়টি নিয়ে পরে আপনাদের সিদ্ধান্ত জানানো হবে।’

(দ্য রিপোর্ট/আরএমএম/এনডিএস/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর