thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শরু

২০১৭ এপ্রিল ০১ ১৩:৫৮:২০
ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শরু

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে দেড় মাস বন্ধ থাকার পর আবার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কর্যক্রম শরু হয়েছে। তিন দিন চলবে এ কার্যক্রম।

শনিবার (১ এপ্রিল) সকালে সদর উপজেলা পরিষদ হল রুমে এ সংক্রান্ত কমিটি নতুন করে কাজ শুরু করেছে।

মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মুন্সীর সভাপতিত্বে কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনসহ অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের কেন বাছাই করা হবে, নীতিমালা অনুযায়ী কমিটি করা হয়নি এবং প্রশাসনিক জটিলতার অভিযোগ এনে হাইকোর্টে করা একটি রিটের প্রেক্ষিতে গত ১৮ ফেব্রুয়ারি এ কমিটির কার্যক্রম স্থগিত হয়ে যায়।

কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন জানান, ঝালকাঠি সদর উপজেলায় ৫৪৫ জন নতুন আবেদনকারী এবং পুরানো ৭৪৯ জন মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই চূড়ান্ত করা হবে।

(দ্য রিপোর্ট/একেএ/এআরই/এনআই/এপ্রিল ০১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর