thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় অধ্যাপকের সাক্ষাৎ

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৬:০৪:৩১
ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় অধ্যাপকের সাক্ষাৎ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভারতের ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি ভূবনেশ্বর’র পরিচালক অধ্যাপক এম চক্রবর্তী এবং যুক্তরাষ্ট্রের মাসাচুসেটস ডর্টমাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল ফর মেরিন সায়েন্স অ্যান্ড টেকনোলজির ফুলব্রাইট অধ্যাপক অভিজিৎ গঙ্গোপাধ্যায় রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেছেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ অ্যান্ড এনভায়রমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সমুদ্রবিজ্ঞান বিভাগ এবং ভারতের ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি’র মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। বৈঠককালে তারা নদী ব্যবস্থাপনা, তথ্য-উপাত্ত বিনিময়, জলবায়ু পরিবর্তন, সুন্দরবন ও পরিবেশ রক্ষাসহ বিভিন্ন বিষয়ে যৌথ গবেষণা কার্যক্রম চালুর ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় এবং শিক্ষাক্ষেত্রে সংযোগ স্থাপনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা কার্যক্রম সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান।

(দ্য রিপোর্ট/জেএইচ/এমসি/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর