thereport24.com
ঢাকা, রবিবার, ২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৫ জিলকদ  ১৪৪৫

চীনের সঙ্গে ২৫৮ কোটি টাকার অনুদান চুক্তি

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৬:০৪:২৬
চীনের সঙ্গে ২৫৮ কোটি টাকার অনুদান চুক্তি

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশকে ২৫৮ কোটি টাকা অনুদান দিচ্ছে চীন। এ জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে রবিবার এ চুক্তিতে স্বাক্ষর করেন সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং চীনের পক্ষে রাষ্ট্রদূত লি জুন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বের অংশ হিসেবে এ অনুদান দেওয়া হচ্ছে। যেকোনো প্রকল্প বাস্তবায়নে সরকার এ অর্থ ব্যয় করতে পারবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব বলেন, ‘চীন এ দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। সম্প্রতি বিভিন্ন বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বিশাল অংকের ঋণ পাওয়া যাচ্ছে চীন থেকে।’

(দ্য রিপোর্ট/জেজে/এনডিএস/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর