thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

ছিনতাই হওয়া ৩ জেএমবি সদস্যের একজন গ্রেফতার

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৬:২২:৪৭
ছিনতাই হওয়া ৩ জেএমবি সদস্যের একজন গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক : ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজনভ্যান থেকে ছিনতাই হওয়া জেএমবির ফাঁসির ৩ আসামির মধ্য থেকে হাফেজ রাকিবুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেল পৌনে ৪টার দিকে টাঙ্গাইলের সখীপুর থানার তক্তাচালা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
ঢাকা রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক বলেন, ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যানে বোমা মেরে জেএমবির তিন জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পরই টাঙ্গাইল, সখীপুর, বাসাইল ও মির্জাপুর থানায় পুলিশি অভিযান শুরু হয়। অভিযানের এক পর্যায়ে জেএমবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান ওরফে হাফিজ মাহামুদকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ও ছিনতাই হওয়া বাকি দুই জঙ্গিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ আদালতে নেওয়ার পথে ত্রিশালের সাইনবোর্ডে ১৫/২০ জন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি করে জেএমবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি বোমা মিজান, সালাহউদ্দিন সালেহীন ও রাকিবুল হাসানকে ছিনিয়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে আতিক নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছে আরও দুই পুলিশ।
(দ্য রিপোর্ট/কেজেএন/এইচএসএম/এএইচ/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর