thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সিএসইর ঢাকাস্থ কার্যালয়ে সিএমজেএফের মিডিয়া অফিস উদ্বোধন

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৬:২২:৩৯
সিএসইর ঢাকাস্থ কার্যালয়ে সিএমজেএফের মিডিয়া অফিস উদ্বোধন

দ্য রিপোর্ট, প্রতিবেদক : ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) মিডিয়া অফিস উদ্বোধন করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন। রবিবার দুপুর ৩টায় দিলকুশাস্থ ইউনূস সেন্টারে সিএসইর ঢাকাস্থ কার্যালয়ে সিএমজেএফের মিডিয়া অফিস উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএসইর উপ-মহাব্যবস্থাপক গোলাম ফারুক, সিএমজেএফের সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু, সাবেক সভাপতি জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মুনির হোসেন এবং ইটিভির বিজনেস এডিটর সৈয়দ আতিয়ার রহমান সবুজ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘গত ২১ জানুয়ারি সন্ধ্যায় হোটেল পূর্বানীতে অর্থনৈতিক সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক সভাপতি আল-মারুফ খান সিএসইর ঢাকা কার্যালয়ে একটি মিডিয়া অফিস স্থাপনের সম্মতি দেন। এরই আলোকে রবিবার সিএমজেএফের অফিস উদ্বোধন করা হয়েছে। এর ফলে পুঁজিবাজার সংক্রান্ত সকল সাংবাদিকদের সঙ্গে আমাদের যোগাযোগ বাড়বে। এতে পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়নে ডিমিউচ্যুয়ালাইজড স্টক এক্সচেঞ্জের পাশাপাশি সিএমজেএফ বলিষ্ঠ ভূমিকা রাখবে।’

এ সময় সিএমজেএফের সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু বলেন, ‘সিএসইর সাবেক সভাপতি আল-মারুফ খান, সাবেক সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ মিডিয়া অফিস স্থাপনের ফলে পুঁজিবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের অধিকার নিশ্চিতকরণ, বাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে সিএমজেএফের সদস্যভুক্ত সাংবাদিকরা আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন। ভবিষ্যতে এ অফিসের মাধ্যমে পুঁজিবাজারের ওপর গবেষণামূলক কার্যক্রম পরিচালিত হবে। তাই পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’এ সময় সিএমজেএফের সাবেক সভাপতি জিয়াউর রহমান বলেন, ‘ক্ষুদ্র পরিসরে হলেও এ মিডিয়া অফিসে আমরা একটি লাইব্রেরি করার চিন্তা-ভাবনা করছি। এতে পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীর স্বার্থে গবেষণামূলক মানসম্পন্ন প্রতিবেদন তৈরি করা সম্ভব হবে। যা আমাদের দেশের পুঁজিবাজারকে আরও বিকশিত করবে।’

এ সময় ইটিভির বিজনেস এডিটর সৈয়দ আতিয়ার রহমান সবুজ বলেন, ‘এই মিডিয়া অফিস উদ্বোধনের ফলে সিএমজেএফের সদস্যভুক্ত সকল সাংবাদিকদের কাজের গতি বাড়বে। পাশাপাশি সিএসইর উদ্যোগে পুঁজিবাজারের উন্নয়নে সকল কর্মকাণ্ড বিশেষভাবে তুলে ধরা হবে।’

(দ্য রিপোর্ট/এনটি/ডব্লিউএন/এএইচ/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর