thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

১২ ঘণ্টার মধ্যে ছাত্রলীগের পলাতক আসামিদের ধরার দাবি রফিকের

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৭:৫৫:৩৮
১২ ঘণ্টার মধ্যে ছাত্রলীগের পলাতক আসামিদের ধরার দাবি রফিকের

দ্য রিপোর্ট প্রতিবেদক : জজ কোর্ট থেকে পলাতক ছাত্রলীগের আসামিদের ১২ ঘণ্টার মধ্যে ধরে নিয়ে আসার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কামিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। একই সঙ্গে জেএমবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ছিনিয়ে নেওয়া আসামিদের খুঁজে বের কারার দাবি জানান তিনি।

জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাইঞ্জে রবিবার বিকেলে এক প্রতিবাদ সভায় এ দাবি জানান তিনি।

উপজেলা নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপ ও ব্যাপক করচুপির প্রতিবাদে নাগরিক সমাবেশের আয়োচন করে মাহমুদুর রহমান মুক্তি সংগ্রাম পরিষদ।

প্রসঙ্গত, রবিবার দুপুরে জামিন বাতিলের পরপরই ঢাকা দূত বিচার ট্রাইব্যুনাল-৪ এর কাঠগড়া থেকে পালিয়ে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের হত্যা মামলার চার আসামি।

বিরোধী দলের নেতাকর্মীদের গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে এমন অভিযোগ করে রফিকুল ইসলাম বলেন, ‘রাস্তায় যখন বের হই মনে হয় গুম হয়ে যেতে পারি, হত্যা করা হতে পারে। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই।’

অত্যাচার, নির্যাতন যদি বন্ধ না হয় দেশ ভয়াবহ সংকটের দিকে চলে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

উপজেলা নিবার্চন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ২৭ ফেব্রুয়ারি উপজেলা নিবার্চনের আগে বিরোধী দলের নেতাকর্মীদের খুন, গুম করে ফলাফল তাদের (আওয়ামী লীগ) দিকে নিয়ে যেতে চাইছে। অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।’

এ সময় সুষ্ঠু নিবার্চনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

প্রতিবাদ সমাবেশে সংগঠনের সভাপতি মো. রেজাউল করিম সিকদার রেজার সভাপতিত্বে বক্তব্য দেন- সংগঠনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন (নান্নু) চৌধুরীসহ সংগঠনের অন্য নেতারা।

(দ্য রিপোর্ট/এমএইচ/এফএস/এনডিএস/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর