thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

আশাশুনিতে সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতার ভাই

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৮:০৮:৫৫
আশাশুনিতে সন্ত্রাসী হামলায় আহত বিএনপি নেতার ভাই

সাতক্ষীরা প্রতিনিধি : আশাশুনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুসের ছোট ভাই আবুল কালামকে (৩৫) হাত পা ভেঙে পাঁচ ঘণ্টা আটকে রেখেছে সন্ত্রাসীরা। মুমূর্ষু অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। রবিবার বেলা ১১টার দিকে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা গ্রামে এ ঘটনা ঘটে।

আশাশুনির নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা কুদ্দুস জানান, তার দেবর আবুল কালাম তার শিশুকে নিয়ে স্থানীয় একসরা মাদ্রাসায় পোলিও খাওয়ানোর জন্য নিয়ে যায়। সেখান থেকে ফেরার পথে আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম লিটনের লোকজন তাকে ধরে হাত পা ভেঙে দেয়। একাধিক দায়ের কোপে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ গুরুতর রক্তাক্ত ও জখম হয়। এক পর্যায়ে সে সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে পার্শ্ববর্তী জাগরণী স্কুলের মধ্যে আটকে রাখে সন্ত্রাসীরা। পরে তারা পুলিশকে খবর দিলে বিকেল চারটার দিকে আশাশুনি থানার এসআই আকরাম হোসেন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

এ ব্যাপারে আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, জমি সম্পর্কিত এবং তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগের কারণে গ্রামবাসী এক হয়ে তার ওপর হামলা করেছে। তিনি তখন স্থানীয় একটি মাঠে ক্রিকেট খেলা দেখছিলেন। তাকে আটকে রাখা প্রসঙ্গে তিনি বলেন, সে একাধিক মামলার আসামি হওয়ায় স্থানীয় লোকজন তাকে একটি ঘরে আটকে রাখে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব বলেন, তিনি ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠিয়েছেন। এলাকাটি দুর্গম হওয়ায় তাকে উদ্ধার করতে দেরি হয়েছে।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এপি/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর