thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৮:৪২:৪৯
মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রবিবার সকালে এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার লতিফপুর ইউনিয়নের জুগিরকোফা গ্রামের মৃত শেখ মীর আলীর ছেলে আব্দুল মান্নান (৫২) এবং উপজেলার উয়ার্শী ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের মৃত পরেশ চকিদারের ছেলে প্রদীপ মনি ঋষি (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুল মান্নান মারা যান। অপরদিকে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের শহীদ মিনার সংলগ্ন রাস্তার পাশে প্রদীপ মনি ঋষি নামে এক মুচি জুতা সেলাইয়ের কাজ করার সময় একটি পিকআপ ভ্যান তার উপর দিয়ে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(দ্য রিপোর্ট/এআর/এএস/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর