thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

টাঙ্গাইলে খন্দকার আসাদুজ্জামান এমপি অবরুদ্ধ

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৮:৫৪:২৬
টাঙ্গাইলে খন্দকার আসাদুজ্জামান এমপি অবরুদ্ধ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে একটি পুলিশি তদন্ত কেন্দ্রের ভবন নির্মাণ কাজের উদ্বোধনকে কেন্দ্র করে খন্দকার আসাদুজ্জামান এমপিকে অবরুদ্ধ করেন তার নিজ গ্রামের লোকজন। রবিবার দুপুরে গোপালপুর উপজেলার নারুচি গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, দুপুরে খন্দকার আসাদুজ্জামান এমপির গোপালপুর উপজেলার হেমনগড় পুলিশি তদন্ত কেন্দ্রের ভবন নির্মাণ কাজ উদ্বোধনের কর্মসূচি ছিল। এ ঘটনার প্রতিবাদে এমপির নিজ গ্রামের শত শত মানুষ বাড়ি ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রাখেন। তাদের দাবি, পুলিশি তদন্ত কেন্দ্রের ভবন হেমনগড়ে না করে নারুচি গ্রামে করতে হবে। এ ঘটনায় তারা বিক্ষুব্ধ হয়ে মিছিল সমাবেশ করেন এবং এমপিকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় এমপি ভবন নির্মাণ কাজের কর্মসূচি স্থগিত ঘোষণা করে অবরুদ্ধ থেকে মুক্তি পান।

এ ব্যাপারে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা ইসলাম বলেন, নারুচি গ্রামের লোকজন তাদের গ্রামে তদন্ত কেন্দ্র ভবন নির্মাণের দাবি করায় কর্মসূচি স্থগিত করা হয়।

(দ্য রিপোর্ট/এআর/এএস/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর