thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

রাজধানীতে ছিনতাইকারীর কবলে ২ ছাত্রী

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৮:৫৫:৩৮
রাজধানীতে ছিনতাইকারীর কবলে ২ ছাত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানী তেজগাঁও সাতরাস্তা মোড়ে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ছিনতাইকারীর কবলে পড়েন। রবিবার বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।

তারা হলেন- করিমা আলী (২০) ও নারগিস সুলতানা (২০)। দুইজনেই নাবিস্ক সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইলের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

নারগিস আক্তার জানান, ক্লাস শেষে বাসায় ফেরার পথে তারা সাতরাস্তা মোড়ে এলে মোটরসাইকেলে দু’জন ছিনতাইকারী করিমা আলীর হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এ সময় করিমা রিকশা থেকে পড়ে আহত হন। এতে তার দুই হাতের কনুই, মুখে ও দুই পায়ে আঘাত লাগে। নারগিস তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসে। এ সময় করিমার ব্যাগে ছিল ১ হাজার টাকা, মোবাইল ও কিছু প্রয়োজনীয় কাগজপত্র।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর