thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল 25, ১৬ বৈশাখ ১৪৩২,  ১ জিলকদ  1446

পুলিশের গাড়ির ধাক্কায় ৩ নারী আহত

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৯:৫১:৩৪
পুলিশের গাড়ির ধাক্কায় ৩ নারী আহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর রায়েরসাহেব বাজার মোড়ে রবিবার বিকেল ৪টার দিকে ওয়ারী থানা পুলিশের গাড়ির ধাক্কায় তিন নারী আহত হয়েছে।

আহতরা হলেন- মোছা. রানু বেগম (৪৫), রাজিয়া বেগম (৬০) ও মিনারা বেগম (৩৫)।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, পুলিশের গাড়ি ধীরেই চলছিল। কিন্তু পেছন থেকে বাহাদুর শাহ পরিবহনের একটি বাস আমাদের গাড়িকে ধাক্কা দিলে গাড়িটি ওই নারীদের ওপর উঠে যায়।

বাহাদুর শাহ পরিবহনের ওই বাসটিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় তিন নারীকে ধাক্কা দেওয়া ওই গাড়িতে করেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে ওয়ারী থানা পুলিশ। এদের মধ্যে রানুর বাম পা ভেঙে গেছে, রাজিয়ার ডান হাত ভেঙে গেছে এবং মিনারা বেগম পায়ে আঘাত পেয়েছেন।

আহত রানু বেগম জানান, বিকেল ৪টার দিকে রায়েরসাহেব বাজারের মোড়ে ফুটপাতের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন দিক থেকে একটি পুলিশের গাড়ি আমাদের চাপা দেয়।

(দ্য রিপোর্ট/এসএম/এসকে/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর