thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই 25, ১৯ আষাঢ় ১৪৩২,  ৭ মহররম 1447

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

২০১৭ এপ্রিল ১০ ১৩:৪৯:৫৬
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহতের নাম সাদ্দাম হোসেন (২২)। সে গরুর মাংসের ব্যবসা করত বলে জানায় পুলিশ।

সোমবার (১০ এপ্রিল) ভোরে আগ্রাবাদ লাকি প্লাজা মার্কেট এলাকার (সংলগ্ন সাউথ ল্যান্ড মার্কেট সংলগ্ন) সামিয়া গর্মেন্টসের সামনে এ ঘটনা ঘটেছে।

ঘটনাস্থল থেকে ডবলমুরিং থানার এসআই হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবকের পরিবার জানিয়েছে, ভোরে সাদ্দামকে কে বা কারা ফোন করে ডেকে নিয়ে যায়। পরে সাউথ ল্যান্ড মার্কেটের সামনে তাকে ছুরিকাঘাত করে ফেলে যায়। গুরুতর আহতবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।

তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া বলেন, ভোরে কর্মস্থলে যাওয়ার সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন সাদ্দামকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

(দ্য রিপোর্ট/এম/এপ্রিল ১০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর