thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

জবিতে সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ২২:০২:১২
জবিতে সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

দ্য রিপোর্ট প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পাঁচ সদস্যবিশিষ্ট তথ্য অনুসন্ধান কমিটির আহ্বায়ক করা হয়েছে সিন্ডিকেট সদস্য ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. হাবিবুর রহমানকে। কমিটির অন্য সদস্যরা হলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সরকার আলী আক্কাস, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. হাসনা হেনা বেগম, হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আলী নূর ও মাইক্রোবায়োলজি এন্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকারিয়া মিয়া। কমিটিতে সাচিবিক দায়িত্ব পালন করবেন উপ-রেজিস্ট্রার জিয়াদুর রহমান।

উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় বেদখল হওয়া হলগুলো দখলমুক্ত করে বিশ্ববিদ্যালয়ের নিকট হস্তান্তরের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে সিন্ডিকেট সদস্যরা সাক্ষাৎ করবেন বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে সভায় শিক্ষার্থীদের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর নেতিবাচক ভূমিকার নিন্দা জানানো হয়। পাশাপাশি ছাত্র-শিক্ষকদের উপর নির্যাতনের বিষয়টি প্রশাসনিকভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হয়।

সংঘর্ষে ইংরেজি বিভাগের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ এবং মাইক্রোবায়োলজি এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক আবুল কালাম আজাদসহ আহত ছাত্র-শিক্ষকদের চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করারও সিদ্ধান্ত গৃহীত হয় সভায়।

(দ্য রিপোর্ট/এলআরএস/এপি/এনআই/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর