thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঢাবির ‘ঘ’ ইউনিটের সাক্ষাৎকার শুরু মঙ্গলবার

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ২২:১৭:১৬
ঢাবির ‘ঘ’ ইউনিটের সাক্ষাৎকার শুরু মঙ্গলবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের অধীনে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় খালি আসনে সাক্ষাৎকারের দ্বিতীয় তারিখ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার সন্ধ্যায় সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন ও ‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ দ্য রিপোর্টকে এ তথ্য জানান।

তিনি বলেন, ঘ ইউনিটে যে বিভাগগুলোতে আসন খালি আছে সেগুলো মঙ্গলবার থেকে সাক্ষাৎকার নেওয়া হবে এবং যারা উক্ত সাক্ষাৎকারে ভর্তি হবে তারা কোনোমতেই বিষয় পরিবর্তন করতে পারবে না।

বিজ্ঞান শাখায় যাদের মেধাতালিকা ৯৫১-১৪০০ তারা ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ও যারা ব্যবসায় শিক্ষা শাখার মেধা তালিকায় ৫০১-৬৫০ এর মধ্যে আছেন তাদের ঐদিন আড়াইটায় সামাজিকবিজ্ঞান অনুষদে আসতে বলা হয়েছে।

জানা যায়, বিজ্ঞান শাখার জন্য মোট ১৪২টি সিট খালি আছে। সেগুলো হলো- সমাজবিজ্ঞান ৭টি, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ ৫টি, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন ৬টি, বাংলা ৯টি, আরবি ৬টি, ফারসি ভাষা ও সাহিত্য ১১টি, উর্দু ১৮টি, সংস্কৃত ১২টি, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ ১২টি, ইতিহাস ৯টি, দর্শন ১১টি, ভাষাবিজ্ঞান ৬টি ও বিশ্বধর্ম ও সংস্কৃতি ৩০টি।

ব্যবসায় শিক্ষা শাখার জন্য মোট ৫২টি আসন খালি রয়েছে। সেগুলো হলো ফারসি ভাষা ও সাহিত্য ৬টি, উর্দু ১৯টি, সংস্কৃত ৭টি, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ ৭টি, ইসলামিক স্টাডিজ ৪টি, ভাষাবিজ্ঞান ৫টি এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি ৪টি।

উল্লেখ্য, সাক্ষাৎকারের সময় মূল প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশিট, বিষয় নির্বাচন ফরম-যা ইন্টারনেটের মাধ্যমে সাবমিট করা হয়েছে, তার ডাউনলোডকৃত কপি নিয়ে আসতে হবে।

(দ্য রিপোর্ট/জেএইচ/এপি/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর