thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পড়ে গিয়ে মাথা ফাটল মাতাল শিক্ষার্থীর

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ০৪:৪৬:২৬

দ্য রিপোর্ট প্রতিবেদক : মদ খেয়ে মাতাল অবস্থায় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে মাথা ফাটল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। রবিবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হলে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ওই শিক্ষার্থীর নাম হাসান মোহাম্মদ রাফসান জনি পলাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থীর বলে জানা গেছে।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৩ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ ব্যাপারে হল সভাপতি মেহেদী হাসান রনি দ্য রিপোর্টকে বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। আমি যতটুকু জানি ছেলেটি আমাদের হলের না।’

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রহমত উল্ল্যাহ বলেন, ‘আমি বিষয়টি জানতে পেরে তার হলের প্রাধ্যক্ষকে জানিয়েছি। এজন্য তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এএম আমজাদ আলী দ্য রিপোর্টকে বলেন, ‘বিষয়টি আমি জানতে পেরেছি। ক্যাম্পাসে কোনোপ্রকার মাদক সেবন গ্রহণযোগ্য নয়। আমরা প্রমাণ সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।’

(দ্য রিপোর্ট/জেএইচ/জেএম/এজেড/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর