thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কুবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ০৬:১৮:১০
কুবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু

কুবি সংবাদদাতা : ‘যুক্তির বর্ণমালায় গ্রন্থিত হোক মুক্তির কবিতা’- এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হলো প্রথম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। রবিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. কুণ্ডু গোপী দাস। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক কুবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. মুহম্মদ আহসান উল্লাহ এবং কুবি শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।

এ ছাড়া নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের প্রভাষক মো. আবদুল্লাহ আল মাহবুব।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. কুণ্ডু গোপী দাস বলেন, ‘জ্ঞান-বিজ্ঞানের সর্বোচ্চ বিদ্যাপীঠ হলো বিশ্ববিদ্যালয়। গতানুগতিক শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সকলকেই সাহিত্য-সংস্কৃতি ও মুক্তবুদ্ধির চর্চা করতে হয়। আর এই জন্য দরকার বিতর্ক।’

তিনি আরো বলেন, ‘আপনারা যারা এই বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক মহলে আমাদের তার্কিকরা অংশগ্রহণ করতে পারবেন- এরকম তার্কিক এই প্রতিযোগিতার মাধ্যমে বের হয়ে আসবে বলে আমি আশা রাখি।’

উল্লেখ্য, প্রথমবারের মতো আয়োজিত এই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৩টি বিভাগ অংশগ্রহণ করছে।

(দ্য রিপোর্ট/এআর/জেএম/এজেড/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর