thereport24.com
ঢাকা, শনিবার, ১১ মে 24, ২৮ বৈশাখ ১৪৩১,  ৩ জিলকদ  1445

বগুড়া জেলা পরিষদ নির্বাচন স্থগিতাদেশ

২০১৭ এপ্রিল ২৪ ১৮:৪৬:৪৬
বগুড়া জেলা পরিষদ নির্বাচন স্থগিতাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন আগামী ৮ জুন পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

ভোটার তালিকা থেকে বাদ পড়া একজনের আবেদনের প্রেক্ষিতে সোমবার (২৪ এপ্রিল) বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। একইসঙ্গে রিটকারীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এস এম মাসুদ হোসাইন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইসরাত জাহান।

বগুড়ার মোকামতলা ইউনিয়নের ২নং সংরক্ষিত আসনের মহিলা সদস্য মোছা. ফাহিমা বেগমকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করায় সোমবার সকালে তিনি হাইকোর্টে এই রিট দায়ের করেন।

আগামী ২৫ এপ্রিল বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছিল। এর আগে গত বছর ২৮ ডিসেম্বর চেয়ারম্যান পদ বাদে অন্য সব পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

(দ্য রিপোর্ট/কেআই/জেডটি/এপ্রিল ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর