thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

কচুক্ষেতে বাসের ধাক্কায় সিএনজিচালক নিহত

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৩:৪১:২১
কচুক্ষেতে বাসের ধাক্কায় সিএনজিচালক নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকার মিনি সুপার মার্কেটের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালক হাবিবুল্লা কমল (৩০) নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী জানান, সোমবার সকাল ৭টায় কচুক্ষেতে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় কমল আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত কমল কাফরুলের ইব্রাহীমপুর এলাকায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইতনা গ্রামে।

প্রতিবেশী জামাল উদ্দিন জানান, সকাল ৭টার দিকে কমল কচুক্ষেতের মিনি সুপার মার্কেটের সামনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ ক্যান্টনমেন্টের দিক থেকে ছেড়ে আসা ১৪ নাম্বার গাড়ি তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবহিত করেছেন।

(দ্য রিপোর্ট/এসআর/ইইউ/এমসি/এজেড/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর