thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদী ভিসা ইস্যু করা হবে : ভারতীয় হাইকমিশনার

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৫:৫৫:২৪
ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদী ভিসা ইস্যু করা হবে : ভারতীয় হাইকমিশনার

দ্য রিপোর্ট প্রতিবেদক : ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদী ভিসা ইস্যু করা হবে। ভিসার জন্য দাখিলকৃত প্রয়োজনীয় উপকরণ সন্তোষজনক হলে বাংলাদেশী ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদী মাল্টিপোল ভিসা ইস্যু করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। সোমবার দুপুরে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এমসিসিআই) অনুষ্ঠিত এক সভায় এ কথা বলেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, বর্তমানে অফিসিয়াল ভিজিটের জন্য ভিসা প্রয়োজন হচ্ছে না। ফলে হাইকমিশনের কাজ অনেক কমে গেছে। এছাড়া ভিসা সহজীকরণের জন্য আরও সেন্টার করা হচ্ছে। এসব হয়ে গেলে নন-অফিসিয়াল ভিসাও সহজ হয়ে যাবে। প্রকৃত আবেদনকারীরা যাতে সহজে ভারতের ভিসা পান সেজন্য একটি টেকনিক্যাল সমাধান খুঁজছি। এখন বিএসটিআই সার্টিফিকেশন মার্কস গ্রহণ করা হচ্ছে। এছাড়া আগামীতে অশুল্ক বাধাও দূর করা হবে।

এমসিসিআই সভাপতি রোকেয়া আফজাল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে এমসিসিআই’র সাবেক সভাপতি লতিফুর রহমান, পরিচালক তাবিত আউয়াল মিন্টু বক্তব্য রাখেন।

লতিফুর রহমান উত্তর-পূর্ব ভারতে এলসি খোলা সংক্রান্ত সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে বলেন, এলসি খোলার সময় ওই অঞ্চলের ব্যবসায়ীদের ভারতের রিজার্ভ ব্যাংকের অনুমোদন নিতে হয়। এতে সাধারণ এলসি প্রবাহ বাধাগ্রস্ত হয়।

তাবিত আউয়ালের এক প্রশ্নের জবাবে হাইকমশিনার বলেন, টেস্টিং একটি রিয়েল সমস্যা। এ সমস্যা সমাধানের জন্য সীমান্ত এলাকায় টেস্টিং সেন্টার স্থাপন করা হচ্ছে। এছাড়াও স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নে কাজ চলছে।

(দ্য রিপোর্ট/এআই/ডব্লিউএন/ এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর