thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

আলহাজ টেক্সটাইলের দর বাড়ার কারণ নেই

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৬:২৫:০৭
আলহাজ টেক্সটাইলের দর বাড়ার কারণ নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক : সম্প্রতি অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে বস্ত্র খাতের আলহাজ টেক্সটাইল কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিগত কয়েক কার্যদিবস ধরে এ শেয়ারের দর একটানা বাড়তে থাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে এর কারণ জানতে চাওয়া হয়। জবাবে কোম্পানির পক্ষ থেকে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিগত চার কার্যদিবস ধরে এ শেয়ারের দর বেড়েছে। আলোচ্য সময়ে ২৫ টাকা বা প্রায় ৩০ শতাংশ বেড়েছে এ শেয়ারের দর।

সোমবার দিনশেষে এ শেয়ারের দর আগের দিনের চেয়ে ৯.৯১ শতাংশ বা ১০ টাকা বেড়ে সর্বশেষ ১১০.৯ টাকায় স্থির হয়।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/এএইচ/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর