thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে দুটি বিলাসবহুল মার্সিডিজ গাড়ি জব্দ

২০১৭ মে ০৪ ১৬:০৩:৫৩
চট্টগ্রামে দুটি বিলাসবহুল মার্সিডিজ গাড়ি জব্দ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা দুটি বিলাস বহুল মার্সিডিজ বেঞ্জ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বুধবার রাতে মহানগরীর মুরাদপুস্থ ‘কার কোল্ড অ্যান্ড সার্ভিস সেন্টার’ নামের একটি গ্যারেজ থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগে মুরাদপুরের ঐ কার সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে ওই গ্যারেজে একটি মার্সিডিজ জিপ এবং একটি মার্সিডিজ কার পাওয়া যায়।

আটককালে দেখা যায় মার্সিডিজ জিপের রেজিস্ট্রেশন নং: চট্ট মেট্রো ঘ-১৪-১৭৫৩, অন্যদিকে মার্সিডিজ কারটির রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্রো-ভ-১৪-০২২১। গাড়ি দুটোর রেজিস্ট্রেশন নম্বর ভুয়া মর্মে বিআরটিএ হতে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।

মার্সিডিজ জিপটির মালিক বিশ্বজিৎ এবং কারের মালিক যুবরাজ নামের দুজন ব্যক্তি। তারা সার্ভিসিং এর জন্য উক্ত গ্যারেজে দিয়ে যান মর্মে গ্যারেজটির মালিক মো. জামশেদ শুল্ক গোয়েন্দাকে অবহিত করেন।

অনুসন্ধানে জানা যায়, কাস্টম হাউস চট্টগ্রামের মাধ্যমে গাড়ি দুটো ফেরত নিয়ে যাওয়ার শর্তে শুল্কমুক্তভাবে আমদানি করেন। পরবর্তীতে তারা আর গাড়ি দুটো ফেরত নিয়ে যাননি। ফলে গাড়ি দুটোর ওপর প্রযোজ্য শুল্ক কর হতে সরকার বঞ্চিত হয়।

ধারণা করা হচ্ছে শুল্ক গোয়েন্দার সাম্প্রতিক অভিযানের ফলে গাড়ির মালিকরা সার্ভিসিং এর নাম করে গ্যারেজে ফেলে গেছেন।

জব্দ করা গাড়ি দুটোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা বলে জানা গেছে।

প্রয়োজনীয় অনুসন্ধান শেষে বৃহস্পতিবার গাড়ি দুটো জব্দ দেখানো হয়। আটক গাড়ি চট্টগ্রাম শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরসহ যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এপি/মে ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর