thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

আমি খুব পারিবারিক : ক্রজ

২০১৩ অক্টোবর ০৮ ১৬:০১:৫৮ ০০০০ 00 ০০ ০০:০০:০০
আমি খুব পারিবারিক :  ক্রজ
দি রিপোর্ট২৪ডেস্ক : হলিউড অভিনেত্রী পেনালোপি ক্রুজের কাছে পরিবারই সব। অনবদ্য এই স্প্যানিশ সুন্দরী তার নতুন ছবি ‘দি কাউন্সেলর’র প্রিমিয়ারে এসে একথা জানিয়েছেন।

৩৯ বয়সী হলিউড অভিনেত্রী পেনালোপি ক্রজ গত জুলাই মাসে দ্বিতীয়বারের মতন মা হয়েছেন। অভিনয়ে এরপর থেকে অনিয়মিত।সময়ের বেশিটা দিচ্ছেন মেয়ে লুনাকে।

পেনালোপি বলছেন, সব সময়ই আমি খুব পারিবারিক। ছোট থেকেই আমি বড় হয়েছি পারিবারিক আবহে।

সবার মত আমাকেও কাজ করতে হবে। তবে পরিবারও আছে। কাজ পরিবার সব কিছুর মধ্রে একটা ভারসাম্য রেখে চলতে হবেতো।

(দিরিপোর্ট২৪/এইচএস/এমডি/অক্টোবর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর