thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

‘দেশে জঙ্গিরা আবারও তৎপর হয়েছে’

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৮:৩৯:২৮
‘দেশে জঙ্গিরা আবারও তৎপর হয়েছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘বিএনপি-জামায়াতের প্ররোচনায় বাংলাদেশে জঙ্গিরা আবারও তৎপর হয়েছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন।

রাজধানীর ভাষানটেকে সোমবার দুপুরে থানা আওয়ামী লীগ আয়োজিত এক সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির সঙ্গে জঙ্গিদের সম্পর্ক রয়েছে দাবি করে সাহারা খাতুন বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশে আবারও জঙ্গিবাদ উস্কে দিচ্ছে। জঙ্গিবাদের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে। কেননা বিএনপির সঙ্গে জামায়াত রয়েছে। বিএনপি-জামায়াত চায় বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হোক।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাহারা খাতুন। প্রধান বক্তা ছিলেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

দলীয় নেতা-কর্মীদের আওয়ামী লীগ ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘শেখ হাসিনা থাকলে গণতন্ত্র থাকবে, দেশ হবে রাজাকারমুক্ত।’

৫ জানুয়ারির নির্বাচনকে প্রতিহত করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সারা দেশে নৈরাজ্য করতে চেয়েছিল অভিযোগ করে মায়া বলেন, ‘খালেদা জিয়ার নৈরাজ্য প্রতিহত করতে হবে। রাজাকার ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে।’

কাফরুল থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি জামাল উদ্দিনের সভপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দফতর সম্পাদক শহিদুল ইসলাম মিলন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।

(দ্য রিপোর্ট/এইউএ/একে/আরকে/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর