thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

শাবিতে জিইবি বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৯:১১:৫৮
শাবিতে জিইবি বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেট অফিস : চার দফা দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) মানববন্ধন করেছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সোমবার দুপুর ১২টায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন জিইবি বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী।

জিইবি বিভাগের শিক্ষার্থীরা জানান, ২০১৩ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তার (জেনেটিক ইঞ্জিনিয়ারিং) ১টি পদের জন্য বিভিন্ন গণমাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজির শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হয়নি। এ ছাড়া বিসিএস ও অন্যান্য বিশেষায়িত পদে জিইবি বিভাগের শিক্ষার্থীরা চাকরি ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে।

ওই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমন দ্য রিপোর্টকে বলেন, আমরা চার দফা দাবিতে মানববন্ধন করেছি। দাবিগুলো হচ্ছে- জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ও সংশ্লিষ্ট বিষয়সমূহে আবেদনের সুযোগ রেখে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের পূর্বোক্ত চাকরির বিজ্ঞপ্তির সময়সীমা বর্ধিত, বিসিএস ও অন্যান্য বিশেষায়িত পদে জিইবি বিভাগের শিক্ষার্থীদের সুযোগ প্রদান ও চাকরির ক্ষেত্রে বৈষম্য দূর, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটসহ অন্যান্য সংশ্লিষ্ট সরকারি গবেষণা প্রতিষ্ঠানের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজির শিক্ষার্থীদের মেধাক্রম অনুসারে সুযোগ নিশ্চিতকরণ, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিশেষায়িত পদে অর্থনীতি, সমাজবিজ্ঞান, মার্কেটিং ও অন্যান্য সম্পর্কহীন বিষয়সমূহের শিক্ষার্থীদের নিয়োগ বন্ধ করা।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএইচও/এএস/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর