thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নাটোরে যমুনা গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মানহানি মামলা

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৯:২৯:৩৮
নাটোরে যমুনা গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মানহানি মামলা

নাটোর প্রতিনিধি : যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুলসহ চারজনের বিরুদ্ধে নাটোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিন কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। শহরের স্টেশন বড়গাছা এলাকার মৃত মোস্তফা কামালের ছেলে বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি নাসিম উদ্দিন সোমবার দুপুরে মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন- দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম, প্রকাশক সালমা ইসলাম এবং যুগান্তরের জেলা প্রতিনিধি মাহফুজ আলম মুনী।

মামলার অভিযোগে বলা হয়, নাটোরের যমুনা ডিস্টিলারির দূষিত বর্জ্য নাটোর নারদ নদে নিক্ষেপ করার কারণে পরিবেশের জীববৈচিত্র্য ও ঘর-বাড়ি, আসবাবপত্র হুমকির মুখে পড়ে। পাশাপাশি নদীতীরের মানুষদের জীবন দূষিত বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ হওয়ায় স্থানীয়রা নারদ বাঁচাও আন্দোলন কমিটি গঠন করে দীর্ঘদিন থেকে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানসহ ধারাবাহিক আন্দোলন করে আসছেন। সাংবাদিক নাসিম পেশাগত দায়িত্ব পালন করার স্বার্থেই আন্দোলন কর্মসূচির সংবাদ বাংলাদেশ প্রতিদিনে ও অনলাইন পোর্টাল পরিবর্তনে পাঠান। যার সর্বশেষ খবর ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে ১৮ ফেব্রুয়ারি যুগান্তরের মালিক, প্রকাশক ও সম্পাদক যুগান্তরের নাটোর প্রতিনিধির মাধ্যমে বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক নাসিম উদ্দিনের বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশ করেন। এতে তার তিন কোটি টাকার মানহানি হয়েছে অভিযোগ করে তিনি মামলা দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিনেশ চন্দ্র মণ্ডল জানান, সদর থানার ওসিকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদালত নির্দেশ দিয়েছেন।

(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/আরকে/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজশাহী এর সর্বশেষ খবর

রাজশাহী - এর সব খবর