thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

‘দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে’

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ২১:৩৫:৫৩
‘দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে’

কুমিল্লা প্রতিনিধি : জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বলেছেন, ‘বর্তমানে দেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক। একদিকে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে অন্যদিকে দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত করা হয়েছে। তাই এ ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ১৯ দলীয় জোট গঠন করেছি।’

সোমবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে জাফর বলেন, ‘গত ৫ জানুয়ারি চৌদ্দগ্রামে কোনো নির্বাচন হয়নি। ১৯ দলীয় প্যানেলের পক্ষে ভোট দিয়ে গণতন্ত্রকে বিজয়ী করুন, চৌদ্দগ্রামের সম্মান এবং ১৯ দলীয় জোটকে শক্তিশালী করুন। আমি ও আমার দলের ভাবমূর্তি রক্ষা করুন।’

উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য এয়ার আহম্মেদ সেলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির নেতা মাহাবুবুল হক, আবদুল্লাহ চৌধুরী পাশা, রফিকুল ইসলাম, যুব সংহতির উপজেলা সভাপতি মনিরুল ইসলাম মনির।

অনুষ্ঠানের শেষে পর্বে আবুল কাশেমকে সভাপতি ও আবদুল্লাহ চৌধুরী পাশাকে সম্পাদক এবং মাহাবুবুল হককে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা জাতীয় পার্টির ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

(দ্য রিপোর্ট/জেপি/একে/ ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর