thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

জবির ঘটনায় ক্ষোভ প্রকাশ শিক্ষামন্ত্রীর

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ০০:৩২:৩৮
জবির ঘটনায় ক্ষোভ প্রকাশ শিক্ষামন্ত্রীর

দ্য রিপোর্ট প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সোমবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। বৈঠক চলাকালেই মুঠোফোনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলে দ্য রিপোর্টকে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। এ ছাড়াও তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর গুলি করার কারণ জানতে চেয়েছেন বলে জানিয়েছে সূত্রগুলো।

শিক্ষক সমিতির সদস্য শেখ মাশরিক হাসান মেহেদি শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে বলেন- শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এটি শিক্ষা মন্ত্রণালয়ের একার বিষয় নয়। এর সঙ্গে অন্যান্য মন্ত্রণালয়ও জড়িত। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, রাত পৌনে আটটার দিকে শিক্ষামন্ত্রী নিজ বাসভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন। শিক্ষক সমিতির সভাপতি সরকার আলী আককাস ও সাধারণ সম্পাদক পরিমল বালাসহ সমিতির ১৫ জন সদস্য বৈঠকে অংশগ্রহণ করেন। রাত সোয়া নয়টা পর্যন্ত এ বৈঠক চলে।

বৈঠকে শিক্ষকরা ৮ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তি, বেদখল হওয়া হল উদ্ধার ও নতুন হল নির্মাণ, একাডেমিক ভবন সম্প্রসারণ, বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা অপসারণ, শিক্ষক-শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বাস প্রদান, বিশ্ববিদ্যালয়ের জমি ক্রয়ের প্রক্রিয়া দ্রুততর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ সংশোধন, বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রী হলের কাজ দ্রুত সম্পন্ন করা।

এদিকে রাত সাড়ে ৯টার দিকে ৬ দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিরাও শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। শিক্ষামন্ত্রী শিক্ষক ও শিক্ষার্থীদের দ্রুত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন। এ ছাড়াও এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জরুরি বৈঠকের ব্যাপারে উদ্যোগ নিবেন বলেও জানান তিনি।

এদিকে শান্তিপূর্ণ আন্দোলন করায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

(দ্য রিপোর্ট/এলআরএস/এএল/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর