thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

২০১৪ ফেব্রুয়ারি ২৫ ০৯:৪৮:০২
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাকের ধাক্কায় রঞ্জু (৪০) নামে একজন রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

সকাল সাড়ে ৬টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর সোয়া ৭টার দিকে তিনি মারা যান।

নিহতের চাচাতো ভাই নওশাদ জানান, রঞ্জু যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় থাকতেন। তিনি রংপুর জেলার পীরগঞ্জের আইয়ুব আলীর ছেলে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক ইদ্রিস আলী জানান, সকাল ৬টার দিকে রঞ্জু রিকশা নিয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় আসেন। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক তার রিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান।

(দ্য রিপোর্ট/এসআর/ইইউ/জেএম/এজেড/ফেব্রুয়ারি ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর